সাতকানিয়ার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেরানীহাট মা-শিশু জোনারেল হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক ওসমান আলীকে সভাপতি করে মোট চারজনকে এডহক কমিটিতে রাখা হয়। কমিটির অন্যরা হলেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার সদস্য সচিব, শিক্ষক হারাদন দাশ শিক্ষক প্রতিনিধি ও মমতাজুর রহমান অভিভাবক সদস্য। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সাক্ষরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। কমিটির মেয়াদ রাখা হয়েছে ৬ মাস। একই পত্র নব মনোনীত সভাপতি ওসমান আলীও পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে ওসমান আলী বলেন, আমি দীর্ঘদিন থেকেই অবহেলিত কেঁওচিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।