দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কার নোহা হাযইয়েচ ও মাইক্রোবাস মালিক-শ্রমিকদের সংগঠন ”সাতকানিয়া কার নোহা হাইয়েচ মাইক্রোবাস মালিক-শ্রমিক সমবায় সমিতি লিমিটেড অনুমোদন লাভ করেছে। সাতকানিয়ার বিশিষ্ট যুবনেতা রাজনীতিবিদ ও ব্যবসায়ী ওসমান আলীকে সভাপতি,জিয়াউল হককে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা। সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নাজিম উদ্দিন, সহ-সভাপতি যথাক্রমে রাজনীতিবিদ আব্দুস সোবহান, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন, অর্থ সম্পাদক লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নুরুল নরুল আবসার, মোহাম্মদ রমিজ উদ্দিন কোম্পানি ও কুতুবউদ্দিন সাদ্দাম। কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হক জানান,এই সংগঠনটি সাতকানিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কার নোহা হাইয়েচ মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। কেরানীহাটস্থ মজিদ মার্কেটে স্থাপন করা হয়েছে এর কার্যালয়। সাতকানিয়া অঞ্চলের সকল কার নোহা হাইয়েচ ও মাইক্রোবাস মালিক এবং শ্রমিকদের সদস্য হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।