ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মো. ইয়াকুব আলী চৌধুরী বলেছেন, ইসলামী ব্যাংক হচ্ছে কল্যানমূখী ব্যাংক। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ব্যাংক বাংলা ভাষাভাষি মানুষদের আর্থিক সুবিদা নিয়ে কাজ করছে। দেশ এখন টেকনোলজীতে অনেক দুর এগিয়ে গেছে। তারই অংশ হিসেবে ইসলামী ব্যাংকও বিভিন্ন ধরনের ডিজিটাল সুবিধায় সমৃদ্ধ হচ্ছে। গতকাল রবিবার দুপুরে সাতকানিয়ার কেরানীহাটস্থ ইসলামী ব্যাংক এর শাখা পরিদর্শনে আসলে কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের অর্থ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন,বিশিষ্ট ব্যাংকার সারওয়ার কামাল ও কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক হামিদুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশান-সাতকানিয়ার কেরানীহাটে ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিঃ এর চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান ইয়াকুব আলি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর।